মানুষ মানুষের জন্য।
দেশের এই ক্রান্তিলগ্নে আমরা কি পারি না আমাদের এই অসহায় বাবা মায়ের মুখে দু মুঠো অন্ন তুলে দিতে, চিকিৎসা ও আর্থিক সাহায্য করতে…?
নতুন প্রভাত
সমাজ সংরক্ষণ কর্মসূচী
নতুন প্রভাত, একটি অরাজনৈতিক, অলাভজনক, শিক্ষা, যুব উন্নয়ন, কর্মসংস্থান এবং পূর্ণত সমাজকল্যানে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান।
সমাজ সংস্কার, নৈতিক সঞ্চার, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি মৌখিক, লৈখিক ও আধুনিক সকল প্রচারমাধ্যম ব্যবহার করে একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আসুন আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেই।
মানুষ মানুষেরই জন্য।
চলমান পরিস্থিতি
বন্যা ত্রান তহবিল
২০২৪ সালে বাংলাদেশে প্রায় ২৬,০০০ বর্গ কিলোমিটার এলাকা (১৮%) বন্যায় প্লাবিত হয়।বাংলাদেশে আকস্মিক বন্যার কবলে পড়ে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। এছাড়াও প্রায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারের বন্যায় আক্রান্ত হয়েছে অন্তত ১১টি জেলা যেগুলোর মধ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে কমিল্লা, ফেনী ও চট্টগ্রাম।
বন্যা পূনর্বাসন তহবিল
এবছর বন্যায় দেশের পূর্বাঞ্চল তথা সিলেট, ফেনী, কমিল্লা ও চট্টগ্রামের বিস্তৃত অঞ্চলে মানুষের জান মালের ব্যাপক ক্ষতি হয়েছে। শত শত একর কৃষি জমি আজ চাষের অযোগ্য, হাজার হাজার গবাদি পশু মৃত। প্রায় ২০ লাখের অধিক মানুষ আজ গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আজ এই সকল মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে যথা সাধ্য সহযোগিতা করা আমাদের নৈতিক দ্বায়িত্ব।
জরুরী চিকিৎসা সেবা
চলমান বন্যায় বাংলাদেশের পূর্বাঞ্চলের ২০ লাখেরও বেশি শিশু এখন ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। এই বন্যায় ৫৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় খাদ্য বা জরুরি ত্রাণ সরবরাহ ছাড়াও জরূরী চিকিৎসা, পরিচর্যা ও ঔষধের জন্য দেশবাসীর কাছে আমরা যথাসাধ্য সহযোগিতা কামনা করছি ।