জরুরি ত্রান তহবিল
২০২৪ সালে বাংলাদেশে প্রায় ২৬,০০০ বর্গ কিলোমিটার এলাকা (১৮%) বন্যায় প্লাবিত হয়।বাংলাদেশে আকস্মিক বন্যার কবলে পড়ে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। এছাড়াও প্রায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারের বন্যায় আক্রান্ত হয়েছে অন্তত ১১টি জেলা যেগুলোর মধ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে কমিল্লা, ফেনী ও চট্টগ্রাম।
আমরা এসকল এলাকার বন্যাকবলিত দুর্দসাগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দ্যোগ নিয়েছি। ক্ষতিগ্রস্থ এলাকার প্রায় ২০ লাখ মানুষ আজ খাদ্য, পানিয়, ঔষধ, চিকিৎসা ও বাসস্থানের অভাবে ভুগছেন। এই মহুর্তে দ্রুত তাদের পুনর্বাসনের জন্য ধর্ম, বর্ণ নির্বিশেষে স্কল দেশবাসির পক্ষ থেকে আর্থিক সহযোগিত কামনা করছি। আপনার দান করা অর্থ হবে কারো একবেলার খাবার, চিকিৎসা এবং পুনর্বাসন।
বিকাশঃ 01978-669648 (পেমেন্ট করে পাঠাতে হবে)