মুড়ি-বিস্কুট-চিড়া খেয়ে থাকা যাচ্ছে না — বন্যার নিঃস্ব এক পরিবারের অর্তনাদ।
সাতদিন ধরে এইগুলা খেয়ে বেঁচে আছি — বন্যার্তদের একজন।
বন্যার্তদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন রান্না কৃত খাবার ও পানি। গত কয়েকদিনে আমরা প্রায় ৩৫০০ মানুষের নিকট রান্না কৃত খাবার পৌঁছেছি। আলহামদু-লিল্লাহ, নতুন প্রাভাত সংগঠন কর্তৃক আজকে আরো ৩০০০ জনের খাবারের ব্যাবস্থা করা হচ্ছে ।
সবার কাছে একটি নৈতিক আবেদন, এই মহুর্তে বন্যা দুর্গত মানুষের আরো প্রচুর পরিমান সহযোগিতা দরকার।
বিকাশ মার্চেন্টঃ 01734662261 ( পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে )
দেশের দুর্যোগ পরবর্তি এই সময়ে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ মানুষের মুখে দু মুঠো অন্ন তুলে দিতে সকলেরই সহযোগিতা কামনা করছি ।