বন্যা কবলিত মানুষের বর্তমান অবস্থা

গত কিছুদিনের মহা বন্যায় দেশের খেটে খাওয়া মানুষের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
গৃহহীন হয়েছে পড়েছেন কয়েক লক্ষাধিক মানুষ।
বর্তমানে এই সকল মানুষের নেই কোনো বসবাসের স্থান, নেই কোনো আয়ের উৎস। উনাদের একমাত্র নির্ভরতা এখন আমাদের সহযোগিতার মধ্যে সিমাবদ্ধ।
মুড়ি-বিস্কুট-চিড়া খেয়ে থাকা যাচ্ছে না — বন্যার নিঃস্ব এক পরিবারের অর্তনাদ।
সাতদিন ধরে এইগুলা খেয়ে বেঁচে আছি — বন্যার্তদের একজন।
বন্যার্তদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন রান্না কৃত খাবার ও পানি। গত কয়েকদিনে আমরা প্রায় ৩৫০০ মানুষের নিকট রান্না কৃত খাবার পৌঁছেছি। আলহামদু-লিল্লাহ, নতুন প্রাভাত সংগঠন কর্তৃক আজকে আরো ৩০০০ জনের খাবারের ব্যাবস্থা করা হচ্ছে ।
সবার কাছে একটি নৈতিক আবেদন, এই মহুর্তে বন্যা দুর্গত মানুষের আরো প্রচুর পরিমান সহযোগিতা দরকার।
বিকাশ মার্চেন্টঃ 01734662261 ( পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে )

দেশের দুর্যোগ পরবর্তি এই সময়ে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ মানুষের মুখে দু মুঠো অন্ন তুলে দিতে সকলেরই সহযোগিতা কামনা করছি । 

Scroll to Top